প্রতিবেদন : টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি মা ক্যান্টিনের নকল করে ফেলল মোদি-শাহর বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন-চাইল্ড মা ক্যান্টিনকে নকল করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা চালু করলেন অটল ক্যান্টিন।
আরও পড়ুন-দিনের কবিতা
নামটাই খালি আলাদা, বাকি সব এক। ৫ টাকায় ভরপেট খাবারের ব্যবস্থা। দিল্লির ১০০টি এলাকায় দিনে দু’বার ৫০০ করে হাজার মানুষকে খাওয়ানোর পরিকল্পনা। মা ক্যান্টিনকে নির্লজ্জের মতো নকল। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে কোভিডের সময় এই ক্যান্টিন শুরু করেন। টানা চার বছর চলছে। প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, কাল তা বিজেপি ভাবে।

