আজ ভারতের সামনে বাংলাদেশ, নিয়মরক্ষার ম্যাচেও চাপ টের পাচ্ছেন কোচ খালিদ

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। দুটো দলই মূলপর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

Must read

ঢাকা, ১৭ নভেম্বর : মঙ্গলবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। দুটো দলই মূলপর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছে। যদিও নিয়মরক্ষার ম্যাচেও চাপে রয়েছেন খালিদ জামিল।
সোমবার সাংবাদিক বৈঠকে ভারতীয় কোচ বলেন, চাপ আছে আমাদের উপরে। তা মেনে নিতেই হবে। বাংলাদেশ ভাল দল। তাই একটা ভাল ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন দর্শকেরা। আমাদের কাছেও এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে পজিটিভ রেজাল্টের জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।

আরও পড়ুন-বাক্স কিন্তু বোকা নয়

এদিকে, দীর্ঘ ২২ বছর পর ফের বাংলাদেশের মাটিতে খেলবে ভারতীয় ফুটবল দল। শেষবার ঢাকায় দু’দল মুখোমুখি হয়েছিল সেই ২০০৩ সালে। সেবার সাফ গোল্ড কাপে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফলে মঙ্গলবারের ম্যাচ নিয়ে স্থানীয় ফুটবল মহলে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এশিয়ান কাপে প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। শিলংয়ে আয়োজিত ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছিল লেস্টর সিটির ফুটবলার হামজা চৌধুরির। মঙ্গলবারের ম্যাচেও হামজা বাংলাদেশের সেরা অস্ত্র। যদিও খালিদ বলছেন, আমরা কোনও একজন বিশেষ ফুটবলারকে নিয়ে ভাবছি না। বাংলাদেশ দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। তাই খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে।
অন্যদিকে, বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আবার বলে দিলেন, দুটো দলই জেতার জন্য খেলবে। তাই চাপ দুটো দলেরই উপর রয়েছে। আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব। ভারতকে হারাতে পারি, এই বিশ্বাস আমার ফুটবলারদের মধ্যে রয়েছে। এদিকে, তুমুল চর্চা চলছে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ভারতীয় রায়ান উইলিয়ামসকে নিয়ে। এখনও ছাড়পত্র পাননি রায়ান। কাবরেরা বলছেন, কে খেলব আর কে খেলবে না, তা নিয়ে ভাবছি না।

Latest article