মেট্রো প্রতিদিনই প্রায় কিছুক্ষণের জন্যে বন্ধ থাকছে। এদিকে অফিসযাত্রীরা যখন মেট্রো না পেয়ে তাড়াহুড়ো করে বাসে বা গাড়িতে উঠলেন তখন রাস্তায় যানজট। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এবার যানজট কমাতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা (Road_kolkata Municipality)।
কলকাতা পুরসভা (Road_kolkata Municipality) শহরজুড়ে একাধিক রাস্তা চওড়া ও সংস্কারের পরিকল্পনায় নেমেছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,”পুলিশকে খারাপ রাস্তার তালিকা দেওয়ার কথা বলা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা সেই রাস্তা সংস্কার করব। কয়েকটি রাস্তায় পেভার ব্লকও বসানো হবে।”
আরও পড়ুন- স্বাস্থ্যক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার শ্রীবৃদ্ধি! রইল বিশেষ উদ্যোগের খতিয়ান
পুরসভা সূত্রে খবর
* রাসবিহারীর পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট চওড়া হবে
* ইএম বাইপাস–প্রিন্স আনোয়ার শাহ রোড সংযোজকের নীচে জীবনানন্দ সেতু থেকে সেলিমপুর রোডে মিলিয়ে নতুন ৩০ ফুট চওড়া রাস্তা হবে
* ইএম বাইপাস লাগোয়া এলাকায় ‘রিং রোড’-এর আদলে নতুন সংযোগ রাস্তাও তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে— মিলন মেলার পশ্চিম দিক থেকে শুরু হয়ে সায়েন্স সিটি হয়ে তা পৌঁছবে পার্ক সার্কাস কানেক্টরে।
* বেলেঘাটা ক্যানাল সাউথ রোডে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া হবে রাস্তা
* চাউলপট্টি রোডকেও ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত বাড়ানো হবে
* ইএম বাইপাস লাগোয়া মঠেশ্বরতলা ও চক গড়িয়া এলাকায় নতুন দুইটি প্রায় ২০ ফুট চওড়া সংযোগকারী রাস্তা

