প্রতিবেদন : দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যত দ্রুত সম্ভব সব পথকুকুরকে ধরে নির্দিষ্ট শেল্টারে স্থানান্তর করতে হবে। এই রায় বিতর্কে উত্তাল গোটা দেশ। পশুপ্রেমী মহল থেকে বড়সড় আপত্তি উঠেছে এই নিয়ে। এবার এই নিয়েই সরব হলেন অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবশ্রী রায় এবং আইনজীবী সপ্তদীপা সিংহ।
আরও পড়ুন-৬ ডিসেম্বর সংহতি দিবস, মনিটর করছেন অভিষেক
সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যের উচ্চ আদালতকে নিজ নিজ রাজ্যে উন্নত পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এই নিয়ে পশুপ্রেমীদের প্রশ্ন, ভারতের মতো উন্নয়নশীল দেশে তা কি আদৌ সম্ভব? যেখানে বেশিরভাগটা জুড়েই রয়েছে গ্রামাঞ্চল এবং তাতে অধিকাংশই ডোবা, খাল। তাঁদের কথায়, রেবিস ভাইরাস শুধুমাত্র কুকুরের থেকে ছড়ায় না বরং এ ধরনের ভাইরাস বেশি ছড়ায় বাদুড়, বাঁদর, ইঁদুরের থেকে। দেবশ্রী রায়দের মতে, এই বিষয়ে বৃহত্তর আন্দোলন এবং সচেতনতা অবশ্যই প্রয়োজন। তবে সেটা অবশ্যই আইন অনুযায়ী, ওয়ার্ডভিত্তিক এবং থানা ভিত্তিক হওয়া উচিত।

