প্রতিবেদন : বিজেপির তল্পিবাহক রাজ্যপাল বোসকে ধুয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনের তরফে তাঁর বিরুদ্ধে যেসব ধারায় মামলা করা হয়েছে সেগুলি কোনওটাই খাটে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনজীবী কল্যাণ। সেইসঙ্গে রাজ্যপালের দ্বিচারিতা-সহ বিজেপির কথা অনুযায়ী কাজ করা, রাজ্যের বিরুদ্ধে লোক খ্যাপানো, ভাগাভাগি করার মতো গুরুতর অভিযোগ এনেছেন। কল্যাণ জানিয়েছেন, রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন।
আরও পড়ুন-পথকুকুর : সচেতন হওয়া উচিত আইন অনুযায়ী, দাবি দেবশ্রীর
রাজভবনের এই আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা তোপ দেগেছেন কল্যাণ বলেন, একটা চিঠি দেওয়া মানেই এফআইআর নয়। আমি সি ভি আনন্দ বোসের থেকে আইন বেশি বুঝি। নিজের অবস্থানে অনড় থেকে সাংসদ বলেন, ধারা ছাড়ুন, সি ভি আনন্দ বোসকে ছাড়ব নাকি আমি? ও যা ইচ্ছা করুক। ওই রকম হাজারটা সি ভি আনন্দ বোস দেখছি। রাজ্যপালকে ‘ফালতু’ এবং ‘থার্ড গ্রেডেড’ লোক বলে কটাক্ষ করে কল্যাণ বলেন, রাজ্যপাল নিজেই উসকানিমূলক কথা বলেছেন এবং রাজভবন যে সমস্ত ধারার উল্লেখ করেছে, সেগুলি আসলে রাজ্যপালের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে লোক খ্যাপাচ্ছেন।

