প্রতিবেদন : মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মতুয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই দাবিতে মতুয়ারা আমরণ অনশনে। নেতৃত্বে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর তখন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর কয়েক হাজার মাইল দূরে লন্ডনে টেমস নদীর প্রমোদভ্রমণে পরিবারের সঙ্গে। মতুয়াদের সঙ্গে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে! মতুয়াদের একাংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন শান্তনু। তাঁদের লড়াইয়ে পাশে না থেকে ফুর্তি করছেন বিদেশে। তৃণমূল বিশ্বাসঘাতকদের একহাত নিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী। লন্ডন যেতেই পারেন।
আরও পড়ুন-স্পিন মহড়ায় অভিনব টোটকা গম্ভীরের, আজ গুয়াহাটি যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা
কিন্তু প্রশ্ন হল সময়টা। যদি সত্যিই ছবিটা এই সময়ের হয় তাহলে এ তো মানুষের সঙ্গে প্রতারণা। বিজেপির এসআইআর চক্রান্তে মানুষের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলছে ভোটাধিকার কাড়ার চক্রান্ত। আর তখন মতুয়াদের ঘরের মানুষ মমতাবালার নেতৃত্বে আমরণ অনশন চলছে। অনশনকারীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। কী বৈপরীত্য! বিজেপির মুখোশ খুলে দিয়েছে এই ঘটনা। আসলে এরা যে মেকি মতুয়াপ্রেমী তা পরিষ্কার হয়ে গিয়েছে এই ছবিতে। একদিকে অনশন, অন্যদিকে লন্ডন। মানুষ বুঝে নিন তাঁদের পাশে কারা রয়েছে আর কারা ভোটের জন্য মুখোশ পরে মতুয়াপ্রেমী সেজেছে।

