প্রতিবেদন : রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে একের পর এক সুখবর। ইতিমধ্যেই শুরু হয়েছে এসএসসিতে একাদশ ও দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ পর্ব। এরপর প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় খবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে রাজ্য জুড়ে। তার জন্য আজ, বুধবার থেকে পোর্টালের মাধ্যমে ১৩,৪২১ শূন্যপদে আবেদন নেওয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্য পদ রয়েছে। সেইগুলি পূরণ করার জন্যই শুরু হচ্ছে নিয়োগ। স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নিয়োগ-প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বুধবার অনলাইন পোর্টালের মাধ্যমে টেট-উত্তীর্ণযোগ্য প্রার্থীদের কাছ থেকে সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ১৩,৪২১টি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করতে এই পদক্ষেপ। ইতিমধ্যেই আপার প্রাইমারি স্তরের নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার একটি স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্যপ্রার্থীরা সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে সক্ষম হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অভিভাবকত্বে এই নিয়োগ-প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে— এ কথা বলাই বাহুল্য।

