আমেদাবাদ: মর্মান্তিক! আচমকাই আগুন অ্যাম্বুল্যান্সে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার পথে ঝলসে মৃত্যু হল এক সদ্যোজাত এবং সঙ্গে থাকা চিকিৎসক, নার্স-সহ মোট ৪ জনের। অভিশপ্ত ওই অ্যাম্বুল্যান্সে ছিলেন সদ্যোজাতের বাবা-মাও। মৃত্যু হয়েছে বাবারও। মঙ্গলবার সকালে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মোদিরাজ্যের আরাবল্লি জেলার মোদাসা শহরে। তবে আগুনের কারণ এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন-বিদেশি টাকা, তোলাবাজি, ফুলেফেঁপে উঠেছিল আল-ফালহার তহবিল গ্রেফতার প্রতিষ্ঠাতা
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, জন্মের পরেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। সেই কারণেই মোদাসার হাসপাতাল থেকে আমেদাবাদের অন্য একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল শিশুটিকে। পথে দেখভালের জন্য শিশুটির বাবা-মা ছাড়াও সঙ্গে নেওয়া হয়েছিল একজন চিকিৎসক এবং নার্সকে। ছিলেন ২ আত্মীয়। মোদাসা-ধানসুরা রাস্তা ধরে যাওয়ার সময় আচমকাই আগুন ধরে যায় অ্যাম্বুল্যান্সে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে পিছনের দরজা-জানলা খোলা বা ভাঙার সুযোগ পাননি যাত্রীরা। শুধুমাত্র চালক এবং তাঁর পাশের আসনে বসা শিশুর ২ আত্মীয় গুরুতর দগ্ধ হয়েও লাফিয়ে পড়েন নিচে। কিন্তু ভেতরেই ঝলসে মৃত্যু হয় সদ্যোজাত শিশুটির, তার বাবা জিগনেশ মোচি, চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া এবং নার্স ভুরিবেন মনতের।

