মনীষীদের অবমাননার জবাব দিতে তৈরি বাংলার মানুষ: শশী

মঙ্গলবার হাওড়ার বেলুড়ে যোগাশ্রী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে প্রশ্ন তুললেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

Must read

সংবাদদাতা, হাওড়া : বাংলায় এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কিসের? মঙ্গলবার হাওড়ার বেলুড়ে যোগাশ্রী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে প্রশ্ন তুললেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। তাঁর সাফ কথা, বিজেপি নেতারা বাংলার মনীষীদেরও ছাড়ছেন না। তাঁদের এতই বাংলা-বিদ্বেষ যে, রাজা রামমোহন রায়কে অপমানজনক মন্তব্য করতেও পিছপা হননি। আমরা এই নিয়ে প্রতিবাদ করেছি। এখন বলার পরে উনি নাকি ক্ষমাও চেয়েছেন। বিজেপি আর কত ক্ষমা চাইবে। এর আগেও রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর সব মনীষীদেরই ওরা অপমান করেছে। এই অপমানের যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।

আরও পড়ুন-যোগীরাজ্যে অপদার্থ প্রশাসনের পরিণতি! গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশেরই ধর্ষণের শিকার মহিলা

শশী পাঁজা বলেন, বিহারে এসআইআর করে প্রায় ৪৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তার মধ্যেই বিহারে ভোট করে দেওয়া হল এবং নতুন নির্বাচিত সরকার চলে এল। আমাদের এখানেই প্রশ্ন, এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? বাংলায় এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ আত্মহত্যা করছেন। এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তাহলেই ভাবুন, এটা কোন পর্যায়ে গিয়েছে। জোর করে বাংলার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই রিভিশনটা প্রতি বছরই হত। বছরে তিনবার করে হত। কিন্তু কোনও সময়েই এত আলোড়ন তৈরি হয়নি। বিএলও-রা কাজ করতে চাইছেন না। মানুষ প্রতিবাদ করছেন। একাধিক রাজনৈতিক দল এই নিয়ে হইচই করছে। এটা নিয়ে প্রায় নাগরিকত্ব প্রমাণ করার জায়গায় ওরা গিয়ে পৌঁছেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ যোগা ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের চেয়ারম্যান তুষার শীল-সহ আরও অনেকে। ডাঃ শশী পাঁজা আরও বলেন, হাওড়ার বেলুড়ের এই যোগা এবং ন্যাচারোপ্যাথি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (যোগাশ্রী) পূর্ব ভারতে প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এখানকার পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। এখানকার ভবন, আউটডোর থেকে শুরু করে আগামী দিনে যে ইন্ডোর বিভাগ চালু হবে সবই খুব অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত করে তৈরি করা হচ্ছে। সুতরাং পরিকাঠামোর দিক থেকে এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, যন্ত্রপাতি, ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা সবটাই এখানে আছে।

Latest article