ফের আত্মহত্যা! SIR আতঙ্কে মৃত্যু রাজ্যে

Must read

বাংলার মানুষের মন থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে আতঙ্ক কাটছেই না। একাধিক তথ্য নিয়ে বিভ্রাটে জেরবার বাংলার মানুষ। যেখানে কমিশনের বিশেষ এআই ক্ষমতাসম্পন্ন অ্যাপে ভোটারদের সব তথ্য দেওয়া বাধ্যতামূলকই করেনি কমিশন, সেখানেই সেই সব তথ্য নিয়ে বিভ্রান্তিতেই একের পর এক মানুষের মৃত্যু। এবার প্রাণ হারালেন উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার এক প্রৌঢ়। সন্তানের বয়সের চিন্তায় তিনি আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।

বাদুড়িরার যদুহাটির বাসিন্দা সফিকুল মণ্ডল দীর্ঘদিন ধরে এই এলাকারই স্থায়ী বাসিন্দা। তাঁর পরিবার ও তাঁর নাম সেই সূত্রেই ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। কিন্তু তিনি আশঙ্কায় ছিলেন তাঁর সন্তানদের নিয়ে। তাঁর প্রথম স্ত্রীর সন্তানদের নাম ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সন্তানদের বয়সের ফারাক কম। আর সমস্যা ছিল না কি সেখানেই।

আরও পড়ুন- ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, এই বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ তাঁকে আশঙ্কার কথা জানান। এর পর থেকেই আতঙ্কে ছিলেন সফিকুল। তিনি ডিটেনশন ক্যাম্পে যাওয়া নিয়ে আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের। সেই আতঙ্কেই (SIR) বুধবার রাতে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।

Latest article