সালটা ১৯৯৮। তারিখটা ছিল ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে শুরু হয় নতুন দলের যাত্রা। তারপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েকটা বছর। পর পর তিন বার বঙ্গের শাসকদলের ভূমিকায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এমনকি বাংলা ছেড়ে বহু রাজ্যে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) দিনে দলের নেতা ও কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’
আরও পড়ুন-মৌলিক অধিকার রক্ষায় লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধন্যবাদ জানালেন Abhishek Banerjee
সেইসঙ্গে তিনি লেখেন, ‘নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’ একই সঙ্গে লেখেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
পাশাপাশি নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড বিধি মেনে বর্ষবরণের উৎসবে সামিল হতে অনুরোধ করেন তিনি।