শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Must read

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ (Sealdah) শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে এই কাজ করার ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজের মেরামতির কাজ হবে বুধবার রাতে।

আরও পড়ুন- SIR: অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান নির্বাচন কমিশনকে, মালে BLO-র মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী

মেরামতির কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ায় যে সব লোকাল ট্রেন বাতিল হয়েছে –
রাত ১১.১৫ – শিয়ালদহ-নৈহাটি লোকাল
রাত ১০.২৩ – শিয়ালদহ-ডানকুনি লোকাল
রাত ১১.১৫ – নৈহাটি-শিয়ালদহ লোকাল
রাত ১১.৪৩ – ডানকুনি-শিয়ালদহ লোকাল

যে সব ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে –
রাত ১০.৪৫ – শান্তিপুর-শিয়ালদহ (Sealdah) লোকাল ব্যারাকপুর পর্যন্ত যাবে
বৃহস্পতিবার ভোর ৪.৩৫ – শিয়ালদহ-শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছেড়ে শান্তিপুর পর্যন্ত যাবে
বৃহস্পতিবার ভোর ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ৩.৪৫ মিনিটের পরিবর্তে ৪.১৫ মিনিটে ছাড়বে

Latest article