দাম্পত্য কলহে শ্যুট আউট শিবপুরে! জখম মহিলা

Must read

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট (Shibpur shootout)? হাওড়ার শিবপুরে তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে। অভিযোগ, বুধবার, সকালে শিবপুর থানার কাছেই ওই অভিজাত আবাসন এইঘটনা ঘটেছে। ওই বাড়ির কত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইরে থেকে কেউ গিয়ে গুলি করেছে না কি মহিলার স্বামীই গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ। মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শিবপুরের (Shibpur shootout) ওই অভিজাত আবাসনে ছটি টাওয়ার। তার ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকে যাদব পরিবার। স্ত্রী পুনম যাদব ও ছোট সন্তানকে নিয়ে বাস গোপাল যাদবের। সেখানেই এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। সাড়ে ১০টা নাগাদ পুনমকে লক্ষ্য করে গুলি চলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি হাসপাতালে পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলি তাঁর মাথা ছুঁয়ে চলে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

গোপাল যাদব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদিন সকালে ফ্ল্যাটে তাঁর উপস্থিতিতেই গুলি চলে। এখন প্রশ্ন উঠছে, কী কারণে শ্যুট আউট? গুলি চালল কে? গোপালই কি স্ত্রীকে গুলি করেন? নাকি কোনও দুষ্কৃতী আবাসনে ঢুকে ফ্ল্যাটে এসে গুলি চালায়? ১৬ তলার ফ্ল্যাটে কীভাবে পৌঁছয় দুষ্কৃতী? শ্যুটআউটের পরে সে গায়েবই বা হল কীকরে? তদন্তে নেমে পুনমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হচ্ছে যাদব পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেও।

Latest article