ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

উল্লেখ্য, সিকিম পর্যটকদের কাছে ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। তাছাড়া গোয়েচা লাতে ট্রেকিংয়ের পথ বেশ কঠিন। এটি হিমালয়ের একটি উচ্চ গিরিপথ।

Must read

ট্রেকিংয়ে (Trekking) গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন আগরপাড়ার এই কাস্টমস অফিসার। জানা গিয়েছে, এই প্রথম নয়, বহু বছর ধরে বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং করতেন তিনি। গত রবিবার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় সুমন দেবনাথের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৮।

আরও পড়ুন-মুম্বইয়ে মর্মান্তিক মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের

সুমনের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া গোটা পরিবারে। পরিবারের তরফে খবর, গত ১৪ নভেম্বর বন্ধুরা মিলে সিকিমে গোয়েচা লা ট্রেকিং করতে যান। ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন। চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয়।

আরও পড়ুন-১০টি গাড়িতে টানা ৯০ দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা-পরিষেবা শুরু হচ্ছে জেলা জুড়ে

উল্লেখ্য, সিকিম পর্যটকদের কাছে ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। তাছাড়া গোয়েচা লাতে ট্রেকিংয়ের পথ বেশ কঠিন। এটি হিমালয়ের একটি উচ্চ গিরিপথ। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দক্ষিণ-পূর্ব মুখ দেখতে পাওয়ার জন্য জনপ্রিয়। যারা দুর্গম পথে ট্রেকিং করতে ভালোবাসেন, সেই সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য এই জায়গাটি শ্রেষ্ঠ। এই স্থানটি কাঞ্চনজঙ্ঘা ট্রেকের অংশ, যা ‘গোয়েচা লা ট্রেক’ বা ‘কাংচেনজঙ্ঘা ট্রেইল’ নামেও পরিচিত।

Latest article