সুপ্রিম কোর্টে শর্ত শিথিলের আর্জি

আইএসএল আয়োজন করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডাকা টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি। এফএসডিএল-সহ কোনও সংস্থাই দরপত্র জমা দেয়নি

Must read

প্রতিবেদন : আইএসএল আয়োজন করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডাকা টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি। এফএসডিএল-সহ কোনও সংস্থাই দরপত্র জমা দেয়নি। টেন্ডারের কয়েকটি শর্ত নিয়েই আপত্তি ছিল রিলায়েন্স-সহ আগ্রহী সংস্থাগুলির। আইএসএলের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ফেডারেশনের বিড মূল্যায়ন কমিটির প্রধান তথা প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও আইএসএলের জন্য কোনও দরপত্র জমা না পড়া নিয়ে রিপোর্ট দিয়েছেন। জানা গিয়েছে, তিনি সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন, টেন্ডারের কিছু আর্থিক শর্ত পুনর্বিবেচনার জন্য।

আরও পড়ুন-পুরসভার গৌরব ফেরাতে তৎপর প্রশাসক

সূত্রের খবর, আইএসএল চালানোর জন্য যে গভর্নিং কাউন্সিল বা পরিচালন কমিটি গড়া হবে, সেখানে ফেডারেশন ও লিগের আয়োজক সংস্থার প্রতিনিধি সমান রাখার অনুরোধও সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন বিইসি-র (বিড মূল্যায়ন কমিটি) প্রধান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয়ে শুনানি রয়েছে। বুধবার বিড মূল্যায়ন কমিটিকে একটি খসড়া রিপোর্ট পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সংশোধিত গঠনতন্ত্রে থাকা আইএসএলে প্রোমোশন এবং অবনমন নিয়মে শিথিলতা আনতে পারে আদালত। এআইএফএফ এবং এএফসি-র মধ্যে চুক্তি বিবেচনা করে অবনমন চালুর আগে শীর্ষ লিগকে ৩-৫ বছর সময় দেওয়া হতে পারে। এদিনই ১২টি ক্লাবের জোট আইএসএল শুরু করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে। চেন্নাইয়িন এফসি এবং ওড়িশা জোটের মধ্যে নেই।
বুধবারই আবার রাজ্য সংস্থাগুলির সঙ্গে বৈঠক ছিল ফেডারেশনের। সংশোধিত গঠনতন্ত্রে থাকা বিতর্কিত ‘এক ব্যক্তি, এক পদ’ শর্ত মেনে নেওয়ার জন্য রাজ্য সংস্থাগুলিকে চাপ দিচ্ছে এআইএফএফ।

Latest article