নদিয়ায় এসআইআর কর্মসূচির কাজে সন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন

বুধবার জেলায় এসআইআর নিয়ে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজকুমার আগরওয়াল।

Must read

সংবাদদাতা, নদিয়া : তিন ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর জেলাশাসকের মিটিং হল থেকে বেরিয়ে বুধবার জেলায় এসআইআর নিয়ে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজকুমার আগরওয়াল। তিমি জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডিসি এসেছিলেন।

আরও পড়ুন-অভিষেকের তৎপরতায় দ্রুত শুরু বাঁধ মেরামতি

তিনি এসআইআর নিয়ে কাজের অগ্রগতি দেখে এবং জেলায় নির্বাচনী কাজে যুক্ত অফিসারদের সঙ্গে কথা বলে ও পর্যালোচনা করে জানিয়েছেন, এখানকার প্রত্যেক ভোটারই স্পেশাল। সেই কারণে জেলার প্রতিটি ব্লকেই এসআইয়ের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সিইওর সঙ্গে কমিশনের প্রতিনিধিদল নদিয়ায় এসআইআর কর্মসূচির অবস্থা খতিয়ে দেখতে বুধবার সকালে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক অফিসে আসেন। ছিলেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও অতিরিক্ত জেলাশাসক প্রমুখ।

Latest article