এবার ইন্টারপোলের দ্বারস্থ ইউনুস সরকার

মানবাধিকার লঙ্ঘনের মামলায় ঢাকার ট্রাইবুনালে সাজা ঘোষণার পর থেকেই হাসিনাদের বাংলাদেশে ফেরাতে তৎপর হয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকার।

Must read

ঢাকা: বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই হাসিনা ইস্যুতে তৎপরতা বাড়াতে চাইছে অন্তর্বর্তী সরকার। আর তাই ঢাকার ট্রাইবুনালে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরাতে চেয়ে এবার ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মহম্মদ ইউনুস সরকার। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে।

আরও পড়ুন-কোচবিহারে শীঘ্রই চালু হবে মোবাইল মেডিক্যাল ইউনিট

মানবাধিকার লঙ্ঘনের মামলায় ঢাকার ট্রাইবুনালে সাজা ঘোষণার পর থেকেই হাসিনাদের বাংলাদেশে ফেরাতে তৎপর হয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে হাসিনাদের ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে প্রথমে অনুরোধ করা হয়। এক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যপর্ণ চুক্তির কথা নয়াদিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা। বিবৃতিতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনা ও আসাদুজ্জামানকে দ্বিতীয় কোনও দেশ যদি আশ্রয় দেয়, তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায়বিচারের অবমাননার সমতুল্য। ভারতের কাছে বাংলাদেশের আবেদন, অবিলম্বে যেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশের বিবৃতির পাল্টা বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রকও। তারা জানায়, ঢাকায় হাসিনাদের সাজা ঘোষণা সম্পর্কে নয়াদিল্লি অবগত। ভারত সর্বদা বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই দায়বদ্ধ। যদিও হাসিনাদের ফেরত পাঠানো নিয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি।

Latest article