নীতীশের শপথের আগেই তুমুল খেয়োখেয়ি চলছে গেরুয়া শিবিরে

আজ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার৷ এবার নিয়ে দশমবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন৷

Must read

পাটনা: হার মানল বিজেপি৷ ক্ষমতা কুক্ষিগত করতে মহারাষ্ট্রের ফর্মূলা চলল না বিহারে। মহারাষ্ট্রে ব্যাপক খেলাধুলো করে একনাথ শিন্ডেকে সরিয়ে যেভাবে দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিল বিজেপি, সেই ফর্মুলা কাজে লাগলো না বিহারে৷ বিধানসভা ভোটে বড় জয়ের পরে শাসক জোটের অন্দরে প্রবল চাপের মুখে পিছু হটে শেষ পর্যন্ত নীতীশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী মেনে নিতে বাধ্য হল বিজেপি৷ আজ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার৷ এবার নিয়ে দশমবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন৷

আরও পড়ুন-বাংলার গদ্দারদের কায়দাতেই হুমকি ত্রিপুরার বিজেপি বাহিনীর

এদিকে, বিহারে নতুন সরকার গঠনের আগেই এনডিএ শিবিরে গোষ্ঠীকলহ শুরু হয়েছে৷ এর প্রধান কারণ রাজ্যের বিধানসভার স্পিকার পদ৷ বিজেপি বা জেডি(ইউ) কেউই এই পদ ছাড়তে নারাজ৷ যদি সরকারের অন্দরের সমীকরণে কোনও সমস্যা হয় এবং স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়, তখন গোটা পরিস্থিতির রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার জন্যই মরিয়া হয়ে স্পিকার পদ নিয়ে আকচা-আকচি শুরু করেছে দুই দল৷

আরও পড়ুন-দূষণের মধ্যে খেলাধুলো করার অর্থ শিশুদের গ্যাস চেম্বারে রাখার ব্যবস্থা

এর পাশাপাশি এনডিএ-র শাসক দলগুলির মধ্যে প্রবল লড়াই চলছে রাজ্যের মন্ত্রিপদ নিয়েও৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবার নীতীশ কুমারের পাশাপাশি শপথ নিতে পারেন আরও ২২ জন মন্ত্রী৷ এর মধ্যে চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতন রাম মাঝির দল হাম এবং উপেন্দ্র কুসওয়াহার দল আরএলএম-র জয়ী বিধায়করা থাকবেন বলেই খবর৷ দড়ি টানাটানি হচ্ছে নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও৷ শেষ পর্যন্ত কোন দলের কোন বিধায়ক উপ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন, সেদিকে লক্ষ্য থাকছে সবার৷

Latest article