বদলে যাচ্ছে আধারের নকশা

আমূল বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন। একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্যচুরি বন্ধ করতেই এই বদল আসছে ডিসেম্বরেই।

Must read

নয়াদিল্লি: আমূল বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন। একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্যচুরি বন্ধ করতেই এই বদল আসছে ডিসেম্বরেই। এমনই জানিয়েছেন ইউআইডিএআই সিইও ভুপেশ কুমার। জানা গিয়েছে, নতুন নকশায় আর থাকবে না নাগরিকদের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য। থাকবে শুধুমাত্র ছবি এবং কিউ আর কোড। এখানেই সযত্নে রক্ষিত থাকবে নাগরিকের যাবতীয় তথ্য।

আরও পড়ুন-নীতীশের শপথের আগেই তুমুল খেয়োখেয়ি চলছে গেরুয়া শিবিরে

অবশ্যই চরম গোপনীয়তার সঙ্গে। কিন্তু সেটি স্ক্যান করার জন্য জরুরি নতুন আধার অ্যাপ। এম আধার অ্যাপের জায়গা নেবে সেই নতুন আধার অ্যাপ। ওই অ্যাপেই স্ক্যান করতে হবে কিউ আর কোড। তবেই মিলবে সংশ্লিষ্ট নাগরিকের প্রয়োজনীয় তথ্য। লক্ষণীয়, অনেক সময়ই হোটেল হোটেল বা অন্য সংস্থা আধার কার্ড চায়। কৌশলে সংগ্রহ করে অনেক ব্যক্তিগত তথ্য। আইনত যা করা যায় না। এমনকী রাখা যায় না আধারের ফটোকপিও। এই বেআইনি কাজ রুখতেই এবার নকশা বদলের ভাবনা এবং সিদ্ধান্ত।

Latest article