কলকাতা পুলিশের অধিকারে হস্তক্ষেপ নয় : সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন: পুলিশি তদন্তেই ভরসা রাখল সুপ্রিম কোর্ট (Kolkata police_Supreme Court)। আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশ নিজের মতো কাজ করছে, কোনওভাবেই তাদের কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, বুধবার সাফ জানিয়ে দিলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা৷ এই প্রসঙ্গে কলকাতার আন্দোলনরত চিকিৎসকদের ‘রক্ষাকবচ’-এর আর্জিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই আর্জি জানান আন্দোলনরত চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী৷ তিনি অভিযোগ করেন, কলকাতা পুলিশ ওই চিকিৎসকদের হেনস্থা করছে। শীর্ষ আদালতের (Kolkata police_Supreme Court) দুই বিচারপতি এই অভিযোগ খারিজ করে দেন। কেন তাঁরা এই অভিযোগ এবং রক্ষাকবচের আর্জি খারিজ করছেন, তার সংক্ষিপ্ত ব্যাখ্যায় বিচারপতি এম এম সুন্দ্রেশ জানান, এমন কোনও নির্দেশ দেওয়া হলে তা সরাসরি কলকাতা পুলিশের অধিকারে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে৷ এই পদক্ষেপ তাঁরা করবেন না৷ একইসঙ্গে দুই বিচারপতি বলেন, এইভাবে টুকরো টুকরো অভিযোগ করা অর্থহীন৷ কলকাতায় কী হচ্ছে তা নিয়ে প্রতিনিয়ত নজরদারি করা তাঁদের পক্ষে সম্ভব নয়৷ আমরা এমনিতেই প্রচুর কিছু সামাল দিচ্ছি৷ পুলিশের পূর্ণ অধিকার আছে সমন জারি করে কাউকে জেরার জন্য তলব করার৷ এই ক্ষেত্রে কাউকে পূর্ণ রক্ষাকবচ দেওয়া যায় না৷ কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে এই বিষয়ে নজরদারি করতে পারে৷ প্রয়োজনে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করে দেবেন, বুধবারের সুপ্রিম-শুনানিতে এমনও আভাস দেন দুই বিচারপতি৷

আরও পড়ুন-সাম্প্রদায়িক টিপু সুলতানকে নাকি সেক্যুলার হিরো বানানো হচ্ছে?

Latest article