আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা

Must read

বড় বাজেটের ছবির শিরোনাম হওয়ার চেয়ে নতুন প্রতিভার ক্ষমতায়নে বেশি মনোযোগী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক সাক্ষাৎকার থেকে এমনটাই জানা গিয়েছে।

এক আমেরিকান মাসিক মহিলাদের ফ্যাশন ম্যাগাজিনে দীপিকা (Deepika Padukone) বলেছেন, “কারণ সত্যি বলতে, আর কত খ্যাতি, আর কত সাফল্য, আর কত টাকা? এই পর্যায়ে, এটা আর সেই বিষয় নয়। এটা ১০০ কোটি টাকার সিনেমা, এমনকি ৫০০-৬০০ কোটি টাকার সিনেমাও নয়। আমাকে যা উত্তেজিত করে তা হল অন্যান্য প্রতিভাদের ক্ষমতায়ন। আমার দল এবং আমি এখন সেই বিষয়ের উপরই মনোযোগী। গল্প বলার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য সৃজনশীল মন, লেখক, পরিচালক এবং এমনকি নতুন প্রযোজকদের সমর্থন করা। এটাই এখন আমার কাছে অর্থপূর্ণ মনে হয়।” সন্দীপ রেড্ডি বঙ্গের সঙ্গে দীপিকার প্রকাশ্যে বিরোধ এবং তাঁর ছবি “স্পিরিট” থেকে বেরিয়ে যাওয়ার পর অভিনেতাকে নাগ অশ্বিনের “কল্কি ২৮৯৮ এডি” সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়।

আরও পড়ুন-মানসিক নির্যাতন-অপমান! শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী দিল্লির কিশোর

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মা হিসেবে আট ঘণ্টার কাজের শিফটের দাবির কারণেই তিনি স্পিরিট থেকে সরে আসেন। অন্যদিকে, প্রযোজনা ব্যানার বৈজন্তী মুভিজ সেপ্টেম্বরে ঘোষণা করে যে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে কারণ প্রথম ছবি তৈরির সময় দীর্ঘদিন ধরে একসাথে কাজ করার পরেও ছবি নির্মাতারা তার সঙ্গে ‘পার্টনারশিপ’ খুঁজে পাননি।

দীপিকা আরও বলেন,”যা আমার কাছে সত্য মনে হয় না তা কোনও কাজে লাগে না। কখনও কখনও লোকেরা প্রচুর অর্থের প্রস্তাব দেয় এবং মনে করে যে এটাই যথেষ্ট, কিন্তু তা হয় না। এবং বিপরীতেও সত্য – কিছু জিনিস বাণিজ্যিকভাবে বড় নাও হতে পারে, তবে আমি মানুষ বা বার্তায় বিশ্বাস করি এবং আমি এর পাশে থাকব।”

দীপিকা বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শুটিং করছেন। ছবিতে আরও অভিনয় করবেন সুহানা খান, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত।

Latest article