এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh_Maoist) গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা। সোদে লাচু ওরফে গোপাল, পোদিয়াম রেঙ্গু এবং উড্ডে রঘু মুকাররাম। এ ছাড়াও ৫ জন ডিভিশনাল কমিটি মেম্বার, ১৯ জন এরিয়া কমিটি মেম্বার এবং ২৩ জন দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৩৯টি পিস্তল, ৩০২ রাউন্ড গুলি, দুটি বন্দুকের ম্যাগাজিন এবং নগদ ১২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা
অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, ধৃতরা CPI(Maoist)-এর দণ্ডকারণ্য স্পেশান জোনাল কমিটির সদস্য। গত মঙ্গলবার মেরেদুমিল্লির জঙ্গলে শুটআউটের পরে অনেক মাওবাদী ছত্তিশগড়ের সুকমা, বিজাপুর, বস্তার এবং নারায়ণপুর থেকে পলাতক ছিলেন। অন্ধপ্রদেশের (Andhra Pradesh_Maoist) বিভিন্ন শহরে এসে তাঁরা লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের DGP হরিশ কুমার গুপ্ত এবং গোয়েন্দা বিভাগের প্রধান পি এইচ ডি রামকৃষ্ণের নেতৃত্বে এই বিশেষ অপারেশনটির পরিকল্পনা করা হয়। তার পরেই এই মাল্টি ডিস্ট্রিক্ট অপারেশনে গ্রেফতার করা হয় ৫০ জনকে।

