নাম নেই, আতঙ্কে লাইনে ঝাঁপ, অসুস্থ ২ বিএলও

এসআইআর-আতঙ্কে আরও এক আত্মহত্যা। কাজের চাপে অসুস্থ আরও দুই বিএলও।

Must read

প্রতিবেদন : এসআইআর-আতঙ্কে আরও এক আত্মহত্যা। কাজের চাপে অসুস্থ আরও দুই বিএলও। এবার ২০০২ সালের ভোটার তালিকায় নিজের এবং স্ত্রীর নাম নেই জেনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কামারহাটির দীর্ঘদিনের বাসিন্দা অশোক সর্দার (৬৩)।

আরও পড়ুন-বিজেপি-র গুন্ডাদের হাতে আক্রান্ত ভগবানপুরের তৃণমূলের ২ বিএলএ

বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। পেশায় রিকশাচালক ওই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধ রীতিমতো সঙ্কটজনক। তাঁর একটি পা বাদ দিতে হয়েছে। অন্যদিকে, এসআইআর-এর প্রবল কাজের চাপে অসুস্থ কোন্নগরের বিএলও তপতী বিশ্বাস (৫৮)। বুধবার সকালে উত্তরপাড়া বিধানসভার ২৭৯ নং বুথের বিএলও হিসেবে ফর্ম সংগ্রহ করতে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন নবগ্রামের বাসিন্দা ওই অঙ্গনওয়াড়ি কর্মী। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে শরীরের বামদিক অবশ হয়ে গিয়েছে তাঁর। প্রৌঢ়ার স্বামী দাবি, ফর্ম বিলি, আবার সংগ্রহ, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড– এ-সবে নাজেহাল হয়ে যাচ্ছিলেন তপতী। চাকরি হারানোর ভয়ে মারাত্মক মানসিক চাপ নিয়ে কাজ করছিলেন। চিকিৎসকদের মতে, মারাত্মক হাই শুগার এবং হাই ব্লাডপ্রেসার থাকা সত্ত্বেও প্রবল চিন্তা থেকে সেরিব্রাল হয়েছে। ওদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এসআইআরের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক বিএলও। কয়েকদিন ধরেই অতিরিক্ত কাজের চাপের কারণে অবসাদে ভুগছিলেন কসবা মহেশো এলাকার ২০৬ নং বুথের বিএলও কৃষ্ণপদ সরকার। বুধবার রাতে হেমতাবাদ যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণপদবাবু জানিয়েছেন, দীর্ঘদিন একাধারে শুগার, প্রেসার এবং হার্টের রোগী। বারবার কমিশনকে সেকথা জানিয়েও লাভ হয়নি। অতিরিক্ত চাপ আর সহ্য করতে পারছি না। এসআইআর-এর নামে সাধারণ স্কুল শিক্ষক-শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর এই অস্বাভাবিক কাজ চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, বিজেপির স্বার্থরক্ষা করতে গিয়ে এভাবেই বাংলার মানুষকে প্রতিদিন ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি এবং তাদের দোসর কমিশনের এই অত্যাচার মানবে না বাংলার মানুষ। যাবতীয় ষড়যন্ত্রকে ব্যর্থ করে আগামী নির্বাচনে এদের যোগ্য জবাব দেবে জনগণ।

Latest article