রাজনৈতিক লড়াইয়ে বারবার কেন সিবিআই ব্যবহার, প্রশ্ন সুপ্রিম কোর্টের

Must read

নয়াদিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI_Supreme Court) কেন রাজনৈতিক লড়াইয়ে তাদের বিচার বিভাগীয় যন্ত্রকে ব্যবহার করছে, সেই বিষয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের একটি বেঞ্চ এই মন্তব্য করে। পাশাপাশি সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড বিধানসভা সচিবালয়ের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করার জন্য সিবিআই-এর আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে। সিবিআইকে উদ্দেশ্য করে বেঞ্চ সরাসরি প্রশ্ন তোলে, রাজনৈতিক লড়াইয়ের জন্য আপনারা কেন এই যন্ত্রটি ব্যবহার করেন? আমরা আপনাদের আগেও বহুবার বলেছি।

আরও পড়ুন-তদন্তের আওতায় এবার চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি

প্রসঙ্গত, গত বছর নভেম্বরেই ঝাড়খণ্ড হাইকোর্টের একটি রায়ে সুপ্রিম কোর্ট (CBI_Supreme Court) স্থগিতাদেশ দিয়েছিল। যেখানে ঝাড়খণ্ড রাজ্য বিধানসভায় নিয়োগ ও পদোন্নতির কথিত অনিয়ম নিয়ে তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়। মামলাটি বিবেচনা করার পর সুপ্রিম কোর্ট জানায়, তারা সিবিআই-এর আবেদন গ্রহণ করতে আগ্রহী নয়। ঝাড়খণ্ড বিধানসভা সচিবালয়ের পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল মন্তব্য করেন, মামলা আদালতে আসার আগেই সিবিআই-এর আদালতে উপস্থিত হওয়াটা চরম বিস্ময়কর। তবে সিবিআই-এর প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এই বক্তব্যের বিরোধিতা করে যুক্তি দেন, যখন কোনও অপরাধ থাকে, তখনই সিবিআই উপস্থিত হয়। যদিও শীর্ষ আদালতের বেঞ্চ রাজুর এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচার বিভাগীয় যন্ত্রের অপব্যবহার নিয়ে সিবিআইয়ের প্রবণতায় বিরক্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

Latest article