ন্যূনতম বেতনবৃদ্ধি, শ্রমিকদের কেন বঞ্চিত করছে কেন্দ্র? প্রশ্ন তৃণমূলের

Must read

নয়াদিল্লি: ন্যূনতম বেতন থেকে শ্রমিকদের ক্রমাগত বঞ্চিত করে চলেছে মোদি সরকার। ২০১৭ সালের ১ অগাস্টের পর থেকে বাড়ানোই হয়নি ফ্লোর মিনিমাম ওয়েজেস। ফলে সুষ্ঠুভাবে বেঁচে থাকাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে দেশের শ্রমিক শ্রেণির পক্ষে। বৃহস্পতিবার সংসদের শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে রীতিমতো চাঁচাছোলা ভাষায় এই অভিযোগ তুললেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফ্লোর মিনিমাম ওয়েজ নিয়ে ঋতব্রতর প্রশ্নবাণে এদিন বেশ অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। তৃণমূলের যুক্তি, শ্রমিকদের বেতন নিয়মিতভাবে বৃদ্ধির রীতি থাকলেও বিজেপি জমানায় ২০১৭ সালের ২১ অগাস্টের পরে তা থমকে দাঁড়ায়। ফলে শ্রমিকদের ন্যুনতম বেতন এখনও দিনে ১৭৮ টাকাতেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ, মাসে ২৬ দিন কাজ করলে সবমিলিয়ে শ্রমিকদের রোজগারের অঙ্কটা দাঁড়ায় ৪৬২৮ টাকা। ঋতব্রতর প্রশ্ন তোলেন, এই সামান্য টাকায় কি সম্ভব দিন গুজরান? তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূলের (TMC) প্রশ্নের কোনও সদুত্তর তো দিতে পারেইনি সরকারপক্ষ, বরং তাদের যুক্তি মেনে নেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। প্রকাশ করেন বিস্ময়ও। কেন্দ্রের সাফাই, লেবার কোড অর্থাৎ এ বিষয়ে সুনির্দিষ্ট বিধি চালু হলেই সমাধান হবে সমস্যার। কিন্তু তৃণমূলের প্রশ্ন, লেবার কোড বাস্তবায়িত হওয়ার প্রশ্ন উঠছে কীভাবে? অন্যান্য শ্রমিক সংগঠন তো বটেই, প্রস্তাবিত লেবার কোডের বিরোধীতা করেছে বিজেপির শ্রমিক সংগঠনও। কোন কোন শ্রমিক সংগঠন একে সমর্থন জানিয়েছে, কেন্দ্রের কাছে তার তালিকা দাবি করেছে তৃণমূল।

আরও পড়ুন-এবার রাজস্থানে কাজের চাপে মৃত্যু বিএলওর

Latest article