ফেডারেশনের সঙ্গে আলোচনা জট কেটে মুক্তি পাচ্ছে ছবি

Must read

প্রতিবেদন : বিতর্কের অবসান। কাটল জটিলতা। মুক্তি পাচ্ছে বড় পর্দার ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ (The Academy of Fine Arts)। ১৪ নভেম্বর মুক্তির দিন থাকলেও ফেডারেশনের নিয়ম না মানায় আটকে যায় ছবি। ফেডারেশনের বক্তব্য ছিল, ছবিটি মোটেই স্টুডেন্টস ফিল্ম নয়। বাণিজ্যিক ছবি। খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। যেখানে এত টাকা খরচা হয়, সেই ছবিকে স্টুডেন্টস ফিল্ম বলা যায় না। চারজন প্রযোজক রয়েছেন। আগেও জটিলতা কাটাতে বারবার বৈঠক হয়। বুধবার বৈঠকে সমাধান সূত্র মেলে এবং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ছবি মুক্তির কথা জানানো হয়। ফেডারেশনের বক্তব্য, প্রযোজকেরা নবাগত ছাত্র পরিচালক জয়ব্রত দাসের কাঁধে বন্দুক রেখে মুনাফা করতে চাইছেন টেকনিশিয়ানদের রোজগার মেরে। এখানেই ছিল ফেডারেশনের আপত্তি। এ-ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। পরে পরিচালক সমাজমাধ্যমে জানান, দুই তরফে সমস্যা মিটিছে বৈঠকেই। টেকনিশিয়ানদের প্রাপ্য নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ প্রাপ্য মিটিয়ে দিয়েছেন প্রযোজক প্রতীক চক্রবর্তী। বকেয়াও দ্রুত দেওয়া হবে। ছবিটির (The Academy of Fine Arts) ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছেন শতদীপ সাহা। তিনিও ছবির টিমকে অর্থ সাহায্য করেছেন। স্বরূপ বিশ্বাস ও শতদীপ সাহা বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, যেভাবে ছবি মুক্তির ব্যবস্থা করা হয়, সে-ভাবেই করা হবে। ২১ নভেম্বর বড় পর্দায় ছবিটি মুক্তি পেতে চলেছে। ঘটনায় প্রমাণিত হল, আলোচনার মাধ্যমে নিয়ম-নীতি মেনে কাজ করা হলে টালিগঞ্জে সব সমস্যাই মিটে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে।

আরও পড়ুন- ঠাকুরনগরে জনসভা করতে পারেন নেত্রী

Latest article