বাংলাদেশে (Earthquake) ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ৫০ জন। শুক্রবার ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভূমিকম্পের কারণে ধসে পড়ায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়াও রয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের (Earthquake) নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ঢাকা-সহ চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভিবাজার থেকে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন
ভূমিকম্পের প্রভাবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতেও মৃদু কম্পন অনুভব করা গিয়েছে। কলকাতায় কম্পন টের পেয়ে অনেকে বহুতল থেকে রাস্তায় নেমে এসেছিলেন।

