বিএলএকে মারধরে ধৃত বিজেপি নেতা

Must read

সংবাদদাতা, ভগবানপুর : এসআইআরের ফর্ম পূরণের সময় গত বৃহস্পতিবার সকালে ভগবানপুরের জলিবার্ড ৩৮ নং বুথে বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের বিএলএ-২ (BLA) পবিত্র সাউ ও তাঁর সহযোগী দেবব্রত মাইতি। সেই ঘটনায় এবার পুলিশের হাতে ধরা পড়ল এক বিজেপি নেতা। নাম নির্মল দাস। পেশায় শিক্ষক হলেও ভগবানপুর-৪ মণ্ডল বিজেপির সহ-সভাপতি পদে রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁকে দুর্গাপুর এলাকা থেকে ভগবানপুর থানার পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত অপর দুই বিজেপি নেতা হরিপদ দাস ও বাবুলাল কান্ডার এখনও পলাতক। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- ঠাকুরনগরে জনসভা করতে পারেন নেত্রী

Latest article