প্রতিবেদন : ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন (Federation)। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা উড়িয়ে দিয়ে ফেডারেশন কর্তারা সাফ জানিয়ে দিলেন, পুরোপুরি তাঁদের পাশে আছে ফেডারেশন। তাঁদের কাছে ফেডারেশনের অনুরোধ, আপনারা যাঁরা এই ধরনের ফিল্ম বানাতে চান, ফেডারেশনের কাছে আসুন, ফেডারেশন (Federation) সর্বতোভাবে সাহায্য করবে। ছবির কনটেন্ট ও উদ্দেশ্য জানিয়ে আলোচনায় বসুন, সবরকমভাবে সাহায্য করা হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই বার্তা দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ও টলিপাড়ার একঝাঁক পরিচালক। তাঁদের সবারই বক্তব্য, ফেডারেশনের সঙ্গে আসুন, সম্পূর্ণ সহযোগিতা করা হবে। এর পাশাপাশি ফেডারেশন সভাপতি জানান, পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ১৩ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে যে মামলা করেছিলেন, তিনি সেখান থেকে সরে এসেছেন। ফলে আগামী দিনে ফেডারেশন তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। একই সঙ্গে অভিনেতা রুদ্রনীল ঘোঘ সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যে অভিযোগ করেছেন তারও জবাব দিয়েছে ফেডারেশন। তথ্য তুলে ধরে সভাপতি পাল্টা অভিযোগ করেন, ওঁর কাছে টেকনিশিয়ানদের প্রায় ১৯ লক্ষ টাকা ২ বছর ধরে বাকি পড়ে আছে। বারবার বলার পরেও উনি গরিব টেকনিশিয়ানদের পাওনা টাকা দেননি। উল্টে সোশ্যাল মিডিয়ায় টেকনিশিয়ানদেরই অপমান করছেন।
আরও পড়ুন-SIR আতঙ্ক: ভোটার তালিকায় নাম জটিলতায় দুই মৃত্যু রাজ্যে

