প্রতিবেদন : এসআইআর আবহেই ফের পথে নামছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় জনসভা করবেন তিনি। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত করবেন পদযাত্রা। দুপুর ১টায় হবে সভা। বৃহস্পতিবারের পর শুক্রবার বনগাঁর দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর নেত্রীর সবুজসংকেত পাওয়ার পর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
এসআইআর-আতঙ্কে বাংলায় একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। এসআইআরের কাজের চাপে দুই বিএলও-র মৃত্যু হয়েছে। তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দৃষ্টি আকর্ষণ করে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। সেখানে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছেন নেত্রী। এই পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে অনৈতিকভাবে নাম বাদ দিয়ে দেওয়ার প্রতিবাদে অনশন-অন্দোলন চালিয়েছেন মমতাবালা ঠাকুর।
আরও পড়ুন- ঘাতক এসআইআরে আরও তিন মৃত্যু
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন। তার ঠিক আগে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম পরিকল্পনামাফিক বাদ দেওয়া হতে পারে। জনতাকে সতর্ক করার পাশাপাশি গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্পডেস্ক চালু করেছে তৃণমূল। একজন বৈধ ভোটারের নামও এসআইআরে বাদ গেলে আগামীতে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এবার প্রতিবাদ আরও তীব্র হতে চলেছে।

