প্রতিবেদন : আগামী সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-সংক্রান্ত রিভিউ হবে এই বৈঠকে। রাজ্যের সব জেলার দলীয় সাংসদ, বিধায়ক থেকে সব স্তরের নেতা মিলিয়ে ১০ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে এই ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষ নজর থাকবে মতুয়া-অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে। সূত্রের খবর এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরমেন্স রিভিউর পাশাপাশি পরবর্তী দিকনির্দেশিকাও দেবেন অভিষেক। সোমবার বিকেল ৪টেয় হবে বৈঠক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এখন রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। এর নেপথ্যে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে। যদিও তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে।
আরও পড়ুন-মুখোশ খসে পড়ল, বিজেপির পঞ্চায়েত সদস্য বাংলাদেশি!
আগামী সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর মূলত এসআইআর নিয়েই হবে এই ভার্চুয়াল বৈঠক। এই বৈঠকে এসআইআর নিয়ে দলের নেতারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখা হবে। কোন জেলার সাংগঠনিক দিকে আরও বেশি করে নজর দেওয়া দরকার তারও পর্যালোচনা হবে। মতুয়া-অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে এই বৈঠকে।

