রামকমলের ছবির জমজমাট প্রিমিয়ার

‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর সাফল্যের পর শুক্রবার প্রিমিয়ার পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর।

Must read

প্রতিবেদন : ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর সাফল্যের পর শুক্রবার প্রিমিয়ার পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর। কলকাতার তিন পরিবার— ব্যাঙ্ককর্মী উৎপল এবং তাঁর স্ত্রী লাবণ্য, লিভিং টুগেদার করা নতুন প্রজন্মের তিয়াসা এবং দীপ, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুপর্ণা ও ছবির কাহিনিকার অনির্বাণের সংসারে ঘটা অপ্রত্যাশিত সাংসারিক পরিস্থিতির প্রয়োজনে নিযুক্ত হয় তিন গৃহকর্মী। সরস্বতী, কল্যাণী এবং মালতী।

আরও পড়ুন-সাড়াই মিলল না, বাতিল করতে হল রাজ্যপালের ডাকে গণবিবাহ

লক্ষ্মীকান্তপুর লোকালে ডেইলি প্যাসেঞ্জারি থেকে কঠিন জীবনযুদ্ধে শামিল এই তিন গৃহকর্মী নিজেদের অজান্তেই ঢুকে পড়েন তিন পরিবারের ভালয়, মন্দে, সঙ্কটে এবং সমস্যায়। এই ছবির মাধ্যমে শহুরে সাধারণ পরিবার এবং তাদের ঘিরে সমাজের নিচুতলার খেটে-খাওয়া মানুষদের দিনচক্রের এক অপূর্ব জীবনলিপি রচনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, সঙ্গীতা সিনহা, পাওলি দাম, রাজনন্দিনী পাল, জন ভট্টাচার্য প্রমুখ। বিশেষ ভূমিকায় গরিব খেটে খাওয়া মানুষের জনপ্রতিনিধি চরিত্রে দেখা যাবে মন্ত্রী মদন মিত্রকেও। ছবিমুক্তি উপলক্ষে শুক্রবার প্রিয়া সিনেমায় আয়োজিত হল এক জমজমাট প্রিমিয়ার শো। ছবির পরিচালক এবং কলাকুশলী-সহ সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, জুন মালিয়া, ইমন চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী-সহ বিশিষ্টরা।

Latest article