নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার মৌলবি ইরফান গাজোয়াল উল হিন্দের সক্রিয় স্লিপার সেলের মাস্টার কিং। ২০২১ সাল থেকে উপত্যকায় আনসার গাজোয়াত উল হিন্দ টেরর মডিউলের সক্রিয় স্লিপার দায়িত্বে ছিল এই জঙ্গি। তদন্ত করে জানতে পেরেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জৈশের কমান্ডারের দের সঙ্গে মৌলবি ইরফানের সরাসরি য়োগায়োগ ছিল। কিভাবে গাজোয়াত উল হিন্দের সঙ্গে য়োগায়োগ হয় ইরফানের?
গোয়েন্দা সূত্রের দাবি, ২০০৭ সাল থেকে ইরফান দারুণ উলুম বিলারিয়ায় প্রথম কট্টরপন্থীদের সংস্পর্শে আসে। সেখান থেকেই পড়াশোনা। ২০০৯ থেকে ১৬ পর্যন্ত কাশ্মীরে সোপিয়ার মুফতি আয়ুব থেকে শিক্ষালাভ করে। ২০২১ থেকে সক্রিয় ভাবে গাজোয়াল উল হিন্দের তিন কমান্ডার সঙ্গে সন্ত্রাসমুলক কাজের সঙ্গে যুক্ত হয় ইরফান। এখানেই মোজাম্মিল ও আদিলের সঙ্গে পরিচয় হয় ইরফানের। এই তিন জন জঙ্গি চিকিৎসক একসাথে দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ষড়যন্ত্র জাল বুনতে শুরু করে।

