সংবাদদাতা, নদিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সৃষ্ট স্বাস্থ্যক্ষেত্রে তৃণমূলের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় ফার্মাসিস্ট সপ্তাহ পালন হল কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সভানেত্রী ও মন্ত্রী ডাঃ শশী পাঁজা কড়া ভাষায় কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, এত দ্রুত রাজ্যে এসআইআর বলবৎ করার চেষ্টা দেখে আমরা হতবাক। এর মধ্যেই এসআইআর-আতঙ্কে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে। তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যাঁদের ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এল তারপর তাঁদেরই জিজ্ঞেস করা হচ্ছে, আপনি ভোটার কিনা বকলমে আপনি নাগরিক কিনা জানান। একটা বড় ষড়যন্ত্র চলছে বাংলার বিরুদ্ধে। শুক্রবার জাতীয় ফার্মাসিস্ট সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রোগ্রেশিপ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেমিনারের আয়োজন হয় রবীন্দ্র ভবন। অনুষ্ঠানের সূচনা করেন শশী পাঁজা।
আরও পড়ুন-শীতের শুরুতেই মুর্শিদাবাদের মতিঝিলে পরিযায়ী পাখির ঢল
পরে সেমিনার, পুরস্কার বিতরণ এবং ফার্মাসিস্ট ও স্বাস্থ্যসেবা বিভাগে যোগদানকারী বিভিন্ন মানুষকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কাবেরী বড়াল, নদিয়া জেলার সভাধিপতি তারান্নাম সুলতানা মীর, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা-সহ সংগঠনের অন্য পদাধিকারীরা। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে শশী পাঁজা জানান, ফার্মাসিস্টরা সব বিষয়ে যেভাবে স্বাস্থ্য বিভাগকে সাহায্য করে চলেছেন তাকে স্বাগত। করোনা থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য। এককথায় মানুষের ছোটখাটো শারীরিক সমস্যা হলে ডাক্তারকে না পেলে প্রথম ওষুধের দোকানে গিয়েই ফার্মাসিস্টের সাহায্য নেন। তৃণমূল স্তরে ফার্মাসিস্টরাই মানুষের কাছে ডাক্তার। এর পরেই তিনি ‘সার’ নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদগার করেন।

