প্রতিবেদন : শুক্রবার সিইএসসিতে তৃণমুলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (এস কে ইউ) ৬ বছর বাদে চার্টার অফ ডিমান্ড সই করল। হাসি ফুটল সংগঠনের প্রায় ৪ হাজার ৩০০ কর্মীর মুখে। এই নয়া চুক্তি স্বাক্ষরের ফলে কর্মীদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন হলো। বেসিক-ডিএ- হাউস রেন্ট আলাউন্স। কর্মীদের দাবিমতোই কমল বিমার প্রিমিয়াম। এদিন নয়া চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চুক্তি সইয়ের পর যারপরনাই খুশি কর্মীরা ভিক্টোরিয়া হাউসের গেটে স্লোগান দেন।
আরও পড়ুন-সংসারের অভাব ঘুচিয়ে দিতে সিদ্ধহস্ত জেলার প্রথম শিউলি
আস্থা জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানান তাঁদের আগলে রাখা শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতি। মন্ত্রী বলেন, সিইএসসি-তে আমাদের দলের বহু পুরোনো ইউনিয়ন। ৪৫০০ কর্মীর মধ্যে ৪৩০০ তৃণমূলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন করে। এখানে শেষ যে নির্বাচন হয়েছে তাতে তৃণমূল ৯৮ শতাংশ ভোট পেয়েছে। বাকি ২.৩ শতাংশ পেয়েছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দাপট প্রশ্নাতীত। মন্ত্রীর সংযোজন, এই চুক্তি সইয়ের পর কর্মীরা ব্যাপক খুশি। আগে এখানে ৩টি ইউনিয়ন থাকলেও সারা বছর কর্মীদের সুখে দুঃখে তৃণমূলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন পাশে থাকে। তাই ওরাও তৃণমূলের সঙ্গে থাকে।

