শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন (Fire) লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে। পুড়ে ছাই হয়ে যায় শান্তিপুর বড়বাজারের একটি বড় অংশ। অন্যদিকে আগুন লাগে উত্তর দিনাজপুরের ডালখোলায় একটি দোকানে। কলকাতার মেটিয়াবুরুজে আগুন ভষ্মীভূত একটি দোকান। সব ক্ষেত্রেই দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নদিয়ার শান্তিপুরের সবজির সবথেকে বড় বাজারটিই বড়বাজার নামে পরিচিত। মাছ বাজার লাগোয়া বড়বাজারে প্রতিদিন সবজির পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। রাতে সেখানেই মজুত থাকে সবজিও। শুক্রবার মধ্যরাতে সেই বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে খবর দেন দমকলে। তবে দমকল এসে পৌঁছানোর আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, মজুত আলু পেঁয়াজসহ বিভিন্ন আনাজ পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার পুরপ্রধান।
আরও পড়ুন- নির্বাচন কমিশনের অতিরক্ত চাপ, রাজ্যে ফের আত্মঘাতী মহিলা বিএলও
অন্যদিকে আগুন লাগার ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ডালখোলায়। জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় শনিবার ভোরে। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন (Fire) সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান।
কলকাতাতেও শনিবার ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে মেটিয়াবুরুজে। কারবালা রোডে একটি বন্ধ দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দোকানের মালিককে খবর দেওয়া হয়। মালিক এসে দোকানের সাটার তুলতে ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

