SIR আতঙ্কে মৃত্যু-BLOদের বিভ্রান্তি! ফের কমিশনকে তোপ তৃণমূলের, দেওয়া হল চিঠি

Must read

এসআইআর (TMC_SIR) প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে ফের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল কংগ্রেস। শনিবার চন্দ্রিমা ভট্টাচার্য,অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিকের মত শীর্ষ তৃণমূল নেতারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করেন। সি ও-কে তৃণমূলের প্রতিনিধিরা স্পষ্ট জানান, এসআইআর চালুর পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যার সম্পূর্ণ দায় কমিশনের উপরেই বর্তায়। তাঁদের দাবি, কমিশনের তৈরি পোর্টাল ভুলে ভরা, বারবার কাজ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বুথ লেভেল কর্মীদের চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে।

তৃণমূলের (TMC_SIR) অভিযোগ, সময়সীমা অত্যন্ত কম হওয়ায় বিএলও–দের পক্ষে এত কম সময়ে কাজ শেষ করা অসম্ভব। কুলপি বিধানসভায় এখনও পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি বলেও অভিযোগ ওঠে। প্রতিনিধি দলের বক্তব্য, কুলপির ক্ষেত্রে ২০০৩ সালের তথ্য কেন মানা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। দলীয় প্রতিনিধিরা জানান, ভুলে ঠাসা সাইটের জন্য বহু মানুষ বিপাকে পড়ছেন। ২০০২ সালের ভোটার তালিকা দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে, যেখানে প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ জনের নাম বাদ গিয়েছে। তাঁদের দাবি, কমিশন নাকি একটি রাজনৈতিক দলের ইঙ্গিতে প্রায় দুই কোটি নাম বাদ দিতে উদ্যত হয়েছে। ছবি ভুল, ক্রমিক নম্বর ভুল, বাবার নাম-স্বামীর নাম সব এক—এই সমস্ত অভিযোগ তুলে তাঁরা বলেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে বা বিএলওদের পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব নয়।

আরও পড়ুন- আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

তৃণমূল প্রতিনিধি দল জানায়, চাপড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এবং তিনি সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে গিয়েছেন। তাদের বক্তব্য, ২, ৫, ১৪, ২০ নভেম্বর এবং ৩০ অক্টোবর—মোট পাঁচবার চিঠি দেওয়া হলেও কমিশন কোনও উত্তর দেয়নি। কমিশনের কাছে একটি দাবি–পত্রও জমা দেওয়া হয়েছে, যা চন্দ্রিমা ভট্টাচার্য পড়ে শোনান।

পার্থ ভৌমিক অভিযোগ করেন, নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাঁর প্রশ্ন, “এক কোটি বেশি নাম বাদ যাবে—এই তথ্য একটি রাজনৈতিক দল আগেভাগে জানল কীভাবে? কমিশন কী বলছে?”—এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দাবি করেছে তৃণমূল।

তৃণমূলের দাবি
* যথাযথ প্রশিক্ষণ, SOP এবং সহায়ক ব্যবস্থা না হওয়া পর্যন্ত সময়সীমা স্থগিত রাখতে হবে
* তাৎক্ষণিকভাবে হেল্পডেস্ক, প্রযুক্তিগত সহায়তা এবং জেলায় সমাধানকারী দল গঠন করতে হবে
* নথিপত্র নিয়ে নির্দেশাবলী, BLO-দের হাতে লিখিত অপারেশনাল গাইডলাইন সরবরাহ করতে হবে
* বাস্তব পরিস্থিতির ভিত্তিতে SIR-এর সময়সীমা পুনর্মূল্যায়ন করতে হবে
* সিস্টেমের ব্যর্থতার কারণে বিলম্বের জন্য কোনও BLO-কে শাস্তি দেওয়া যাবে না

Latest article