প্রতিবেদন: গত কয়েক দিনে রাতের তাপমাত্রা (temperature_increase) ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে নভেম্বরেও চালাতে হচ্ছে পাখা। শহর কলকাতায় রীতিমতো গরম লাগছে। দুপুরে ঘাম হচ্ছে। আজ পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়বে। এমনকি দুপুরের দিকে তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা (temperature_increase) নামতে পারে ১৪ ডিগ্রি পর্যন্ত। ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে বেশ কিছু জেলায়। দার্জিলিঙের কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।
আরও পড়ুন- শিল্পতালুকগুলিতে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্যের
নভেম্বরে আর জাঁকিয়ে শীত ফেরার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। ডিসেম্বরের ১০ তারিখের পর ফিরতে চলেছে শীত। নতুন করে কোনো বাধা তৈরি হয়ে পথের কাঁটা না হলে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত জাঁকিয়ে শীতের স্পেল চলতে পারে।
আগামী মঙ্গলবার বিকেলের পর থেকে মেঘলা হবে দক্ষিণবঙ্গের আকাশ। বুধ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল এবং লাগোয়া দুই জেলায়।

