কথা রাখেননি বোস, অভিযান তাই রাজভবনে

কথা দিয়েও কথা রাখেননি রাজ্যপাল বোস! প্রায় দু’বছর আগে চোপড়ার চার শিশুর পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি

Must read

প্রতিবেদন : কথা দিয়েও কথা রাখেননি রাজ্যপাল বোস! প্রায় দু’বছর আগে চোপড়ার চার শিশুর পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। তাই এবারের রাজভবনের পথে বোসের প্রতিশ্রুতিতে প্রতারিত সেই চার পরিবার। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে বিএসএফ-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে চার তরতাজা শিশুর মৃত্যু হয়। ঘটনার পর চার শিশুর পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল সরকার।

আরও পড়ুন-দিনের কবিতা

স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে দোষীদের শাস্তির দাবিতে টানা ৯ দিন চেতনাগছ বিএসএফ ক্যাম্পের সামনে ধরনা চলে। চার শিশুর পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়। তার পরই ঘটনার ৮ দিনের মাথায় ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোকাহত চার পরিবারের সঙ্গে কথা বলে তাদের চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু সেই সাহায্য আজ পর্যন্ত হাতেই পায়নি পরিবারগুলি। রাজ্যপাল বোস কেন নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি? সেই জবাব চেয়ে এবার রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই চার পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, চলতি মাসেই তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন।

Latest article