প্রতিবেদন : ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের জেরে ভার্চুয়াল শুনানিতে ফিরছে কলকাতা হাইকোর্টও। আপাতত ভার্চুয়াল মাধ্যমেই সমস্ত মামলার শুনানি হবে। শুধুমাত্র জামিনের ক্ষেত্রে, যেখানে নথিপত্র জমা দেওয়ার বিষয় রয়েছে, সরকারি আইনজীবীদের আদালতে হাজির থাকার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বড়দিন, বর্ষবরণ মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। তার উপর বাড়ছে ওমিক্রন।
আরও পড়ুন-কালিয়াচকে নৌবিহারে ডাল লেকের মৌতাত
শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে রাজ্যে, এমনই দাবি বিশেষজ্ঞদের। আর তার জেরেই হাইকোর্টের যাবতীয় শুনানি ফের ভার্চুয়াল মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হল। নিম্ন আদালতগুলির ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে। এই মুহূর্তে আদালতগুলিতে শীতকালীন ছুটি চলছে। ৩ জানুয়ারি থেকে আদালত খোলার কথা। কিন্তু শারীরিকভাবে সবাই হাজির হলে বিপদ বাড়তে পারে। এই আশঙ্কা থেকেই ভার্চুয়াল মাধ্যমে যাবতীয় শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।
তিন ভাগের দুই ভাগ কর্মী নিয়ে আপাতত আদালতের কাজ চলবে। যতদিন পরিস্থিতির উন্নতি না হয়, ততদিন হাইকোর্ট-সহ নিম্ন আদালতগুলিতেও এই নির্দেশ বলবৎ থাকবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে।

