এসআইআরের চাপ, হাসপাতালে ভর্তি আরও ৩ বিএলও

আর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক বিএলও। অস্বাভাবিক কাজের চাপে প্রাণও হারাতে হয়েছে তিন মহিলা বিএলওকে

Must read

প্রতিবেদন : কাজের চাপ মাত্রা ছাড়াচ্ছে। আর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক বিএলও। অস্বাভাবিক কাজের চাপে প্রাণও হারাতে হয়েছে তিন মহিলা বিএলওকে। তার মধ্যে দু’জন আত্মঘাতী। শুধু বাংলা নয়, দেশের ৬ রাজ্যে মাত্র ১৯ দিনেই ১৫ জন বিএলও-র মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরপর বিএলও মৃত্যু ও অসুস্থতা নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কমিশনকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় বাংলায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন বিএলও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন ১৪৭ নং পার্টের বিএলও শুকদেব দাস। রবিবার সকালে হঠাৎই খেতে বসে বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের দাবি, নির্বাচন কমিশনের বিএলও হিসাবে তিনি ১৮-২০ ঘণ্টা দৈনিক কাজ করছেন। তাই প্রবল মানসিক চাপে প্যানিক অ্যাটাক হয়েছেন ওই বিএলও। আবার রবিবার সোনারপুরে ১০৯ নং বিএলও তনুশ্রী হালদার নাইয়া এসআইআরের কাজের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সহকর্মীরা জানান, অসম্ভব মানসিক চাপ নিয়ে বিগত কয়েকদিন ধরে কাজ করছিলেন তনুশ্রী। রবিবার ফর্ম জমার কাজ চলাকালীন তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান।

আরও পড়ুন-কাল বৈঠকে অভিষেক, পরশু মিছিলে নেত্রী 

অন্যদিকে, কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৩১ নং পার্টের বিএলও কমল নস্কর। শনিবার রাতে তাঁকে জয়নগর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন। রবিবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান জয়নগরের সাংসদ বাপি হালদার। ওদিকে, বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের লখনউয়ে অতিরিক্ত কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি বিএলও বিজয়কুমার বর্মার।
বিএলও-দের এই একনাগাড়ে অসুস্থতা এবং মৃত্যুর ঘটনায় কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তাঁর সুরে সুর মিলিয়ে রাজ্যপাল বোসও কমিশনকে সেই অভিযোগের বিস্তারিত তদন্তের বার্তা দিয়েছেন। অন্যদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগে একজোট হয়েছেন বিএলওদের একাংশ। তৈরি হয়েছে বিএলও ঐক্যমঞ্চ। সোমবার কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করবেন তাঁরা। তারপর সেখানেই তাঁরা ধরনায় বসবেন।

Latest article