তৃণমূলের সহায়তা শিবিরে আগুন, কাঠগড়ায় বিজেপি

অপরিকল্পিতভাবে এসআইআর করে রাজ্য তথা দেশজুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন।

Must read

প্রতিবেদন : অপরিকল্পিতভাবে এসআইআর করে রাজ্য তথা দেশজুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে বিভিন্ন এলাকায় ক্যাম্প করেছে তৃণমূল। সেখানেও পিছিয়ে পড়ে প্রবল হিংসা শুরু করল বিজেপি। এবার তৃণমূলের ক্যাম্প অফিসেই আগুন লাগিয়ে দিল বিজেপি। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনা নদিয়ার কল্যাণীতে। মানুষের সঙ্গে কোনও সংযোগ নেই বিজেপির। তৃণমূলের শিবিরে ভিড় দেখে তাই তাদের গাত্রদাহ শুরু হয়। আর তা থেকেই এমন হিংসার আশ্রয়।

আরও পড়ুন-এসআইআরের চাপ, হাসপাতালে ভর্তি আরও ৩ বিএলও

এসআইআর প্রক্রিয়ায় যাতে রাজ্যের কোনও ন্যায্য ভোটারের ভোটাধিকার কেড়ে নিতে না পারে নির্বাচন কমিশন, তা নিয়ে সতর্ক তৃণমূল। ক্যাম্প করে ভোটার তালিকা এবং ফর্ম ফিলাপ সংক্রান্ত সহায়তা করা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তা সহ্য হচ্ছে না বিজেপির। নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সহায়তা ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় পার্টি অফিস লাগোয়া ক্যাম্পের প্যান্ডেলের একটা অংশ পুড়ে যায়। বন্ধ রাখতে হয় ক্যাম্পের কাজ। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের তির। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।

Latest article