প্রতিবেদন : ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি)-তে এবার ডাবল ধামাকা অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Moitra)। ২২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার আগামী ২৬ নভেম্বর রুক্মিণী (Rukmini Moitra) অভিনীত এবং রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে। পাশাপাশি পরিচালক রামকমল মুখোপাধ্যায় নমিনেটেড হয়েছেন বেস্ট ডেবিউ পরিচালক হিসেবে। যদিও গোয়ায় ইফি-তে বিনোদিনী’র স্ক্রিনিংয়ে থাকতে পারবেন না অভিনেত্রী। কারণ, ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির প্রচারে কলকাতায় ফিরে আসতে হচ্ছে তাঁকে। বিনোদিনী ছবিতে নামভূমিকায় অভিনয়ে কার্যত সাড়া ফেলে দিয়েছিলেন রুক্মিণী। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে জানা গিয়েছে, ২৬ এবং ২৭ নভেম্বর, দু’দিন ছবির স্ক্রিনিং এবং ২৮-এ হবে পুরস্কার ঘোষণা।
আরও পড়ুন-আজ পথে বিএলওরা

