আনোয়ার ইস্যুতে হস্তক্ষেপ করবে ফিফা

Must read

প্রতিবেদন: দেড় বছরের উপর ঝুলে থাকা আনোয়ার আলি (Anwar Ali) ইস্যু নিয়ে ক্ষুব্ধ ফিফা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়ে না পারায় সম্প্রতি ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। রবিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারবিভাগীয় কমিটি ফেডারেশনের উপর চাপ বাড়িয়ে মোহনবাগানের চিঠির জবাব দিয়েছে। জবাবি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে এআইএফএফ-কেও। চিঠিতে মোহনবাগানকে ফিফা লিখেছে, আমরা আপনাদের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করব। এই মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এই বিষয়ে নোট নেওয়ার জন্য ধন্যবাদ। যে কোনও সাহায্যের জন্য আমরা রয়েছি। আনোয়ার (Anwar Ali) ইস্যুতে ফেডারেশনের গড়িমসিতে বেশ বিরক্ত ফিফা। এতদিন ধরে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগী তারা।

আরও পড়ুন-খুনি নির্বাচন কমিশন! আর যাবে কত প্রাণ?

Latest article