অসুস্থ বাবা, বিয়ে পিছোল স্মৃতির

Must read

মুম্বই, ২৩ নভেম্বর : বিয়ের আসরের আনন্দ বদলে গেল বিষাদে! হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতি মান্ধানার বাবা। এর ফলে ভারতীয় মহিলা ক্রিকেট তারকার বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, রবিবারই সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন স্মৃতি।
মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার সামডোলে স্মৃতির (Smriti Mandhana) ফার্ম হাউসে বসেছিল বিয়ের আসর। সেখান গত কয়েকদিন ধরেই চলছিল বিয়ের যাবতীয় প্রস্তুতি। দুই পরিবারের আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি হাজির ছিলেন স্মৃতির সতীর্থ জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষের মতো ক্রিকেট তারকারাও। কিন্তু রবিবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আনোয়ার ইস্যুতে হস্তক্ষেপ করবে ফিফা

স্মৃতির (Smriti Mandhana) ম্যানেজার তুহিন মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকালে ব্রেকফাস্ট করার সময় অসুস্থ বোধ করেন স্মৃতির বাবা। শুরুতে গুরুত্ব না দিলেও, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপ হতে থাকে। ঝুঁকি না নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সেখানেই ভর্তি রয়েছেন। স্মৃতি নিজেও হাসপাতালে রয়েছে। ও সিদ্ধান্ত নিয়েছে, বাবা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। তাই বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে।

Latest article