গাঙ্গুলিবাগানের রামগড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তি

সোমবার সকালে গাঙ্গুলিবাগানের (Gangulybagan) রামগড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তি।

Must read

সোমবার সকালে গাঙ্গুলিবাগানের (Gangulybagan) রামগড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোরবেলায় স্থানীয়দের নজরে পড়লে তাঁরাই উদ্ধার করে বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁকে। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুন-মৃতের পাকস্থলীতে অ্যালকোহল, কসবাকাণ্ডে সাংবাদিক বৈঠকে লালবাজার

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রামগড়ের একটি রাস্তার মাঝে তাঁকে পড়ে থাকতে দেখেন। আহত ব্যক্তি পেশায় মৃৎশিল্পী এবং তাঁর বাড়ি রবীন্দ্রনগর এলাকায়। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে পাটুলি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে। এই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-সিইও দফতরে বিএলও অধিকার রক্ষা কমিটির অভিযান, চলছে অবস্থান বিক্ষোভ

পুলিশের তরফে তদন্তের স্বার্থে চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সময় এলাকায় কোনও সন্দেহজনক ব্যক্তি ছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। হামলার মোটিভ স্পষ্ট নয় জানানো হয়েছে পুলিশের তরফে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি নিজেই কোনভাবে আত্মহত্যার চেষ্টা করছিলেন কিনা সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই হোটেলের ঘর থেকে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কার দেহ উদ্ধার হয়। সঙ্গে ছিলেন এক যুবক এবং এক তরুণী। এই ক্ষেত্রে আদর্শকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের। যদিও রবিবার আদর্শের ওই দুই সঙ্গী ধরা পড়েন।

Latest article