সোমবার ভারতের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত। রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। দেশের ৫৩তম প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন। একটা দীর্ঘ সময় তিনি দেশের প্রধান বিচারপতির পদে থাকবেন। সেই সময়ে বিচার বিভাগে তাঁর নেতৃত্ব গ্রহণকে অভিনন্দন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন-‘রাজনৈতিক চাপে বেআইনি সিদ্ধান্ত’ প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণে বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের প্রত্যাশার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর নেতৃত্বে ভারতের বিচারবিভাগ এমনভাবে এগিয়ে চলবে যাতে বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্তম্ভগুলি গুরুত্ব পাবে, এমনটাই প্রত্যাশা করি।
প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের কাছে প্রত্যাশা জানিয়ে অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের জন্য বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক অভিনন্দন। তাঁর এই পদে উন্নিত হওয়া আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমরা তাঁর নেতৃত্বে ভারতের বিচার বিভাগের স্বাধীনতা, অখণ্ডতা এবং প্রবেশ-যোগ্যতাকে শক্তিশালী করার প্রত্যাশা করছি।
আরও পড়ুন-গাঙ্গুলিবাগানের রামগড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তি
সেই সঙ্গে প্রধান বিচারপতির কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, এমন একটি সময়ে তাঁর পদে আরোহন যখন সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং নাগরিকদের স্বাধিকারের স্বার্থে সতর্ক নজরদারি প্রয়োজন। আমরা প্রত্যাশা করি তার মেয়াদের সময়ে আমাদের জাতির হৃদয়ে নিহিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের নীতিগুলিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। মাননীয় প্রধান বিচারপতির এই মেয়াদ যেন প্রজ্ঞা, সুবিচার এবং ভারতের সংবিধানের প্রতি অঙ্গীকারপূর্ণ একটি সময় হয়।

