প্রকাশিত নবম দশমের ফলাফল, শুভেচ্ছা ব্রাত্যর

Must read

প্রতিবেদন: প্রকাশিত হলো এসএসসির (SSC_Bratya Basu) নবম দশমের শিক্ষক নিয়োগের ফলাফল। সোমবার নির্ধারিত সময় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিজেদের রোল নাম্বার দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরিপ্রার্থীরা। এদিন ফল প্রকাশের পরে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোট ১১টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। এর জন্য শূন্য পদের সংখ্যা ছিল ২৩,২১২টি। যদিও পরে সেই আসন বাড়বে বলে জানা গিয়েছে। কমিশন আগেই জানিয়েছিল যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির শূন্য পদের আসনের সংখ্যা কম তাই আগে সেখানে ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। সেই মতোই ৪ ডিসেম্বর একাদশ ও দ্বাদশের যাবতীয় প্রক্রিয়া শেষ হলে তারপর নবম দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশন শুরু হবে। শূন্য পদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হলে সেই বিষয়টিও ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়ার আগে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-পর্ষদের নিয়ম লঙ্ঘন, কড়া বিজ্ঞপ্তি প্রধান শিক্ষকদের

ফল প্রকাশের পর ব্রাত্য বসু (SSC_Bratya Basu) এক্স হ্যান্ডেলে লেখেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা গত ৭ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরিপ্রার্থীদের কাছে আবেদন সবকিছু স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে। ভরসা রাখুন।

Latest article