ডায়মন্ড হারবারে স্প্যানিশ মিডিও

Must read

প্রতিবেদন : মাঝমাঠ আরও শক্তিশালী করার জন্য স্প্যানিশ মিডফিল্ডার আন্তোনিও মোয়ানো ক্যারালকুইলাকে (Antonio Moyano Carrasquilla) সই করারল ডায়মন্ড হারবার এফসি। ২৫ বছর বয়সি আন্তোনিও খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে। বেশ কিছুদিন ধরেই ডায়মন্ড হারবারের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন তিনি। কোচ কিবু ভিকুনার সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেন ক্লাব কর্তারা।
ডায়মন্ড হারবারে যোগ দেওয়ার আগে স্প্যানিশ ক্লাব কর্ডোবা সিএফ, এডি অ্যালকরকন, সাবাডেল এফসি ও সিএফ ফুয়েনলাব্রাডার হয়ে খেলেছেন আন্তোনিও (Antonio Moyano Carrasquilla)। তাঁর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা আসন্ন আই লিগে দলের কাজে লাগবে বলেই মনে করছে ডায়মন্ড হারবার এফসি। এদিকে, সিকিম গভর্নরস গোল্ড কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে ডায়মন্ড হারবার এফসি। শনিবার ম্যাচ। গ্যাংটকেই প্রস্তুতি চলছে নরহরি শ্রেষ্ঠা, গাংতেদের। চলতি মরশুমে ইতিমধ্যেই অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ফাইনালেও উঠেছিল। এবার কিবুর লক্ষ্য আই লিগে ভাল ফল করা।

আরও পড়ুন-দলে পারফরম্যান্সই শেষ কথা : অভিষেক

Latest article