সান্দাকফুতে পর্যটকের মৃত্যু

Must read

সংবাদদাতা দার্জিলিং: পরিবারের সঙ্গে সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। প্রবল শ্বাসকষ্টে মৃত্যু হল বৃদ্ধার। মৃতার নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতার যাদবপুরের বাসিন্দা। শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ে। দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধ দেখার টানে পর্যটকরা পাড়ি দিচ্ছেন সান্দাকফুতেও। কিন্তু মরশুমের শুরুতেই মর্মান্তিক খবর। আজ, সোমবার সান্দাকফুতে প্রবল শ্বাসকষ্টে প্রাণ হারালেন ৭২ বছর বয়সি ওই বৃদ্ধা পর্যটক। জিটিএ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর বোনের সঙ্গে চারদিন আগে দার্জিলিংয়ে পৌঁছে লেপচা জগতে গিয়েছিলেন। এরপর তাঁরা তুমলিংয়ে যান। লক্ষ্য ছিল সান্দাকফু (Sandakphu) যাওয়া। আজ, সোমবার সকালে তাঁরা গাড়ি করে সান্দাকফু পৌঁছেছিলেন। তারপরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই বৃদ্ধার। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি হাসপাতালে নামিয়ে আনা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা অনিন্দিতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-সাফারি পার্কে টাইগার জোন

Latest article